Our Blog

Our Blog

Ramadan Gift Distribution During Covid-19 Pandemic

blog
featured image

কুরিগ্রাম জেলায় নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ীর প্রত্যন্ত অঞ্চলে চেইঞ্জ ইনিশিয়েটিভ এবং আপন ফাউন্ডেশনের সহায়তায় হ্যাপি ফাউন্ডেশন বিডি আয়োজিত রামাদান গিফট প্রদান কার্যক্রমের কিছু ছবি। এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে ৬ই মে ২০২০ইং তারিখে ত্রিশটি পরিবারের মধ্যে এই গিফট বিতরন করা হয়। স্থানীয় সামাজিক সংগঠন এই পরিকল্পনা বাস্তবায়নে কাজ করেছে। সেই সাথে সেবা সমন্বয় কে ধন্যবাদ সামাজিক সংগঠনগুলোর মধ্যে এই পারস্পরিক সম্পর্ক তৈরীতে কাজ করার জন্য। উল্লেখ্য এই কার্যক্রম কুরিগ্রামের একটি ছোটো গ্রামের পরিবারগুলোর মধ্যে আয়োজিত হয়েছে তাই বলা যায় অনেকটা ঘরোয়া পরিবেশে এই সাহায্য বিতরন সম্পন্ন হয়েছে।